চীন প্রকৃত আন্তর্জাতিকতাবাদী হিসেবে সমগ্র বিশ্বসভ্যতাকে নিয়ে অগ্রসর হতে চায়: মুজাহিদুল ইসলাম সেলিম
2024-01-06 20:30:58

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক:  চীন প্রকৃত আন্তর্জাতিকতাবাদী হিসেবে সমগ্র বিশ্ব সভ্যতাকে নিয়ে একসঙ্গে অগ্রসর হতে চায় এবং উন্নয়ন ও সমৃদ্ধির সুফল গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে চায়। 

শুক্রবার চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিনপিংয় বিশ্ব উন্নয়ন উদ্যোগকে সুনির্দিষ্ট করেছেন, এটা শুধু আপ্ত বাক্য নয়, এবং সেই ধারায় চলার কারণেই তার কূটনৈতিক সাফল্যগুলো এসেছে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আফ্রিকার সঙ্গে চীনের সম্পর্ক অভূতপূর্বভাবে নৈকট্যের ভিতরে চলে এসেছে। আরেকটা তাৎপর্য হলো মধ্যপ্রাচ্যে এমনকি সৌদি আরবের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক (সৌদি আরব ও ইরান) এমনভাবে স্থাপিত হয়েছে, যার ফলে সারা বিশ্বে একটা ভরসার জায়গা চলে এসেছে যে, চীনের পলিসি এমনভাবে পরিচালিত, যে গুলো আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য, বিশ্ব সম্প্রদায়ের জন্য এবং সমস্ত জাতিগোষ্ঠীর জন্যই একটা সহায়ক জায়গা তৈরি হয়েছে।

চীন এমন একটা বিশ্ব প্রতিষ্ঠা করতে চায়, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সব দেশ অগ্রসর হতে থাকবে, তাদের পারস্পরিক সমৃদ্ধিকে একে অপরের সঙ্গে অংশীদারিত্বে মাধ্যমে এগিয়ে নেবে আর এই পুরো কাজটাই পরিচালিত হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি ও এরে নেতা কমরেড সি চিনপিংয়ের নেতৃত্বে। 

হাশিম/রহমান।