যানচলাচল কম বিএনপি ও সমমনা দলগুলোর হরতালের প্রথম দিন
2024-01-06 18:44:49

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে আগামীকাল (রোববার) অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আজ শনিবার থেকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে বড় কোনও দুর্ঘটনা ছাড়াই।

রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও শান্তিনগর, নিউমার্কেট, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে মানুষের উপস্থিতি থাকলেও গণপরিবহনের সংখ্যা কম। ঢাকা ছাড়েনি কোনও দূরপাল্পার বাস। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দোকানপাট বিপণীবিতানগুলো খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

দলীয় সরকারের অধীনে আয়োজিত নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শনিবার সকাল থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে অন্যতম বিরোধীদল বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো।

শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহীনিকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এর মধ্যেই ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্পটে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

তবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।

শুভ/রহমান