৪০তম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব শুরু
2024-01-06 16:03:00

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: চল্লিশতম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার উত্তর-পূর্ব চীনের হেইলুং চিয়াং প্রদেশের রাজধানী হারবিনে একি দর্শনীয় আতশবাজি প্রদর্শন এবং ড্রোন শোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ উৎসব। এখানকার শতাধিক বরফ ও তুষারের ভাস্কর্য দর্শনার্থীদের ভীষণ আকৃষ্ট করছে। 

এ বছর হারবিন আইস-স্নো ওয়ার্ল্ড ৮ লাখ ১০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। দর্শনার্থীরা বিভিন্ন চিত্তাকর্ষক ভাস্কর্য দেখে বিস্ময় প্রকাশ করছেন। কারণ ৫শ’ মিটার লম্বা বরফের স্লাইড বরাবরই হিমশীতল তাপমাত্রার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ বিশেষ অনুভূতি দেয় তাদের।

প্রতিবছর শীতকালে চীনের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত হয় হারবিন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সম্প্রতি তিন দিনের খ্রিষ্টীয় নববর্ষের ছুটিতে ৩০ লাখের বেশি পর্যটক স্থানটি ভ্রমণ করেছেন।

আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসবের উদ্বোধন বরফের শহরের শীতকালীন পর্যটনের জন্য সুবর্ণ সময়কালের সূচনা করেছে। উৎসবটি মার্চের গোড়ার দিক পর্যন্ত চলার কথা রয়েছে।

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিসিটিভি