২০২৪ সালের ক্রীড়া ইভেন্ট সম্প্রচারের লাইনআপ প্রকাশ সিএমজির
2024-01-06 16:04:06

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৪ প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসসহ প্রিমিয়াম স্পোর্টস ইভেন্টগুলোর সম্প্রচার তালিকা প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।

শুক্রবার সম্প্রচারের এই তালিকাটি যৌথভাবে উন্মোচন করেন সিএমজি প্রেসিডেন্ট শেন হাইসিয়ং, চীনের প্রতিবন্ধী ব্যক্তিদের ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ইউ লিয়াং এবং দেশটির ক্রীড়া প্রশাসনের উপ-পরিচালক চাং চিয়াশেং।

সম্প্রচার তালিকায় ৩২টি প্রধান দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে আছে ১৪তম জাতীয় শীতকালীন গেমস, চায়না টেনিস ট্যুর এবং চীনে চাইনিজ ড্রাগন বোট রেস। সঙ্গে আরও আছে দেশে ও বিদেশে ফুটবল, বাস্কেটবল লিগের একটি সিরিজ এবং প্যারিস অলিম্পিকস ও প্যারালিম্পিকস। 

এদিকে, ২০২৪ সালে চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী এবং চীন-ফ্রান্স সাংস্কৃতিক পর্যটনবর্ষ উপলক্ষ্যে "বেইজিং থেকে প্যারিস: চীন-ফ্রান্স আর্টিস্টস অলিম্পিক জার্নি" শীর্ষক একটি শিল্পপ্রদর্শনী আয়োজনের পরিকল্পনার কথাও ঘোষণা করেছে সিএমজি।

আসন্ন প্যারিস অলিম্পিকস ও প্যারালিম্পিকসকে ঘিরে সিএমজি সাতটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠান চালু করবে বলেও ঘোষণা করা হয়। 

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিসিটিভি