এ বছর চীনের বিদেশমুখী ভ্রমণ বাড়বে
2024-01-06 18:40:23

জানুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: গত বছর আন্তর্জাতিক ভ্রমণের পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে কম হলেও চলতি বছর চীন বিশ্বের বৃহত্তম ভ্রমণ বাজার হিসেবে পুনঃপ্রতিষ্ঠা বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সর্বশেষ তথ্য বলছে, চীনের বিদেশমুখী পর্যটন বাজার গত বছরের শেষ তিন মাসে প্রাক-মহামারী স্তরের প্রায় ৫৫ শতাংশে পুনরুদ্ধার করেছে। 

ইউনাইটেড কিংডম-ভিত্তিক বৈশ্বিক ভ্রমণ ডেটা প্রদানকারী সংস্থা ও এ জি এর প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে, চীনের অভ্যন্তরীণ বিমান বাহক যাত্রীর সংখ্যা ২০২৯ এর তুলনায় ১১ শতাংশ অতিক্রম করেছে, কিন্তু আন্তর্জাতিক আসনগুলো নভেম্বর ২০১৯ এ দেখা সংখ্যার মাত্র ৫৭ শতাংশ ছিল। 

২০২৩ বৃহত্তম বৈশ্বিক আউটবাউন্ড ট্যুরিজম সোর্স মার্কেটের শিরোনামের জন্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির মধ্যে তীব্র প্রতিযোগিতার প্রত্যাশা করেন চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ওল্ফকং আর্ল্ট।  তিনটি দেশই একই স্তরের বলে মনে করেন তিনি।

চীন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এবং ট্রাভেল ফার্ম ড্রাগন ট্রেইলের বাজার গবেষণা বিশ্লেষক তিয়ানা থিয়ান বলেন, এই বছরটি পুনরুদ্ধারের বছর হওয়া উচিত।

ঐশী /রহমান

ছবি : চায়না ডেইলি