চীন থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়বে এ বছর
2024-01-05 15:45:22

জানুয়ারি ০৫, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ চীনে প্রতি সপ্তাহে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা ৬ হাজারে উন্নীত হবে আশা করছে দেশটির বেসমারিক বিমানচলাচল প্রশাসন।

বিশ্বজুড়ে বেসমারিক বিমানচলাচলের বাজার ক্রমাগত প্রসারিত হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ প্রত্যাশা ব্যক্ত করে কর্তৃপক্ষ।

তারা বলছে, বর্তমানে চীন থেকে সপ্তাহে ৪ হাজার ৬শ আন্তর্জাতিক ফ্লাইট চলছে এবং এ সংখ্যা বেড়ে ৬ হাজারে পৌঁছলে সেটা হবে কোভিড-১৯ মহামারির অবস্থার ৮০ শতাংশ পুনরুদ্ধার।

বেসমারিক বিমানচলাচল প্রশাসনের সুং চিহোং বৃহস্পতিবার বেইজিংয়ে এ খাতের বার্ষিক সম্মেলনে জানান, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা সপ্তাহে তেষট্টিতে উন্নীত হয়েছে, তবে এ সংখ্যা কোভিড-১৯ পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক কম।

কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালে দুদেশের মধ্যে সপ্তাহে ৩শ ফ্লাইট পরিচালিত হতো। কোভিডের কারণে এ সংখ্যা ব্যাপকভাবে কমে যায় তবে গত বছর থেকে তা আবার পুনরুদ্ধার হতে শুরু করে।

সুং চিহোং জানান, ইউরোপের সঙ্গে চীনের ফ্লাইট কোভিড-১৯ পূর্ববর্তী সময়ের ৬০ শতাংশ পুনরুদ্ধার হয়েছে।

তিনি বলেন, "চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্লাইটের টিকিটের দাম এখনও অনেক বেশি। যদি আরও বেশি ফ্লাইট চালু করা যায়, তাহলে টিকিটের দাম কমে আসবে।" - রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি ও সিসিটিভি প্লাস