টেসলাকে টেক্কা দিলো বিওয়াইডি
2024-01-05 15:34:21

জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে বিদ্যুৎ-চালিত গাড়ি বিক্রিতে এই প্রথমবারের মতো ইলন মাস্কের টেসলাতে পেছনে ফেলে দিয়েছে চীনের বিওয়াইডি।

সম্প্রতি বিওয়াইডি-প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, সদ্যসমাপ্ত ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে বিওয়াইডি ৫ লাখ ২৬ হাজার ৪০৯টি গাড়ি বিক্রি করে, যেখানে টেসলা বিক্রি করে ৪ লাখ ৮৪ হাজার ৫০৭টি গাড়ি।

চীনা ভাষায় 'পিয়াটি' এবং ইংরেজিতে 'বিল্ড ইওর ড্রিমস' বা বিওয়াইডি নামে পরিচিত চীনা কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে, শেনচেনের দক্ষিণ শিল্পকেন্দ্রে। শুরুতে এ কোম্পানির বিশেষত্ব ছিল ব্যাটারি তৈরিতে। ২০০৩ সালে তারা গাড়িনির্মাণ খাতে প্রবেশ করে।

২০২৩ সাল থেকে বিওয়াইডি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যানকাস্টারের কারখানায় বৈদ্যুতিক বাস তৈরি করছে। এটি উত্তর আমেরিকার বৃহত্তম বৈদ্যুতিক বাস কারখানা। এছাড়া এখানে ইলেকট্রিক ট্রাক ও অন্যান্য যানবাহনও তৈরি করা হচ্ছে।

নাহার/রহমান

তথ্য ও ছবি- সিনহুয়া