টেলিকম ও অনলাইন জালিয়াতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা চীনের
2024-01-05 20:36:50

জানুয়ারি ০৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জননিরাপত্তা সংস্থাগুলো সদ্যসমাপ্ত বছরের প্রথম ১১ মাসে সারাদেশে টেলিকম বা অনলাইন জালিয়াতির ৩ লাখ ৯১ হাজার ঘটনা সামাল দিয়েছে এবং অসংখ্য সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সংস্থাগুলো প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে থাকা ১ কোটি ৩৯ লাখ মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলেছে, ২৭৫ কোটি প্রতারণামূলক ফোন কল এবং ২২৮ কোটি প্রতারণামূলক বার্তা আটকাতে অন্যান্য বিভাগের সঙ্গে সহযোগিতা করেছে, ৮৩ লাখ ৬০ হাজার জালিয়াতিপূর্ণ ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ৮৮২ কোটি ৩০ লাখ ইউয়ানের জালিয়াতিপূর্ণ লেনদেন থামিয়েছে।

মন্ত্রণালয় জানায়, অগাস্ট থেকে টেলিকম জালিয়াতির মামলার সংখ্যা হ্রাস পেতে শুরু করে, যা এমন ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান ও প্রশাসনিক উদ্যোগের সাফল্যের ইঙ্গিত দেয়।

জননিরাপত্তা সংস্থাগুলো অবৈধ সেবা প্রদানের সঙ্গে সম্পর্কিত ঘটনা ও অপরাধী গোষ্ঠীগুলোককে নিয়ন্ত্রণে অনেকগুলো বিশেষ অভিযান পরিচালনা করে। এছাড়া ওই বছর এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোট ৭৯,০০০ জনকে আটক করা হয়।

- রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি