চীনের বৈদ্যুতিক বিমানের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন
2024-01-05 15:31:47

জানুয়ারি ০৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন-নির্মিত বৈদ্যুতিক বিমান এজি৬০ই বুধবার প্রথম পরীক্ষমূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওই কর্পোরেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয, একটি এজি৬০ই প্রোটোটাইপ চেচিয়াং প্রদেশের ছিয়ানতাওহু বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং একটি সংক্ষিপ্ত পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করার পর একই বিমানবন্দরে অবতরণ করে।

এজি৬০ই হলো এজি৬০ ইউটিলিটি প্লেনের একটি বৈদ্যুতিক সংস্করণ এবং এটি ফ্লাইট প্রশিক্ষণ, কৃষি জরিপ এবং আকাশ থেকে দর্শনীয় স্থান দেখার মতো বেসামরিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

প্লেনটির দৈর্ঘ ৬ দশমিক ৯ মিটার এবং এর ডানা ৮ দশমিক ৬ মিটার লম্বা। এটি ৩ দশমিক ৬ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় ২১৮ কিলোমিটার।

এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন জানিয়েছে, প্লেনটি এক উড্ডয়নে প্রায় ১ হাজার ১শ কিলোমিটার যেতে পারে।

এই নতুন বৈদ্যুতিক প্লেন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। - রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি