শীর্ষ নেতাদের কর্মপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি চিনপিং
2024-01-05 15:49:07

জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির সামগ্রিক নেতৃত্বকে সমুন্নত রাখতে এবারও বার্ষিক কাজের প্রতিবেদন তুলে ধরেছেন দেশটির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সভায় এ প্রতিবেদন তুলে ধরেন তারা। দিনব্যাপী এ বৈঠকে সভাপতিত্ব করেন সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং ।

প্রেসিডেন্ট সি জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটি, সুপ্রিম পিপল’স কোর্ট, সুপ্রিম পিপল’স প্রকিরেটরেট এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের পার্টি সদস্য গ্রুপের কাছ থেকে তাদের কাজের প্রতিবেদন শোনেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, এই আয়োজন পার্টির সামগ্রিক নেতৃত্বে সমন্বয়ের পাশাপাশি পার্টির সংহতি, ঐক্য ও সামর্থ্য বজায় রাখতে সহায়ক বলে প্রমাণিত হয়েছে।

অংশগ্রহণকারীরা গেল বছরের পাঁচটি রাষ্ট্রীয় সংস্থার কাজের প্রশংসা করেন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরেন।

২০১২ সালের ১৮তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকে সিপিসি কেন্দ্রীয় কমিটি প্রতি বছর এমন বৈঠকের আয়োজন করে আসছে, যা পার্টির সামগ্রিক নেতৃত্বকে সমুন্নত ও শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নাহার/রহমান

তথ্য ও ছবি- চায়না ডেইলি