অঙ্গহীন মানুষের জন্য বড় সুখবর দিলো চীন
2024-01-04 19:05:18


 

জানুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক,: হাত নেই এমন মানুষদের জন্য সুখবর নিয়ে এলো চীনের একদল চৌকশ প্রযুক্তিবিদ।

 

সম্প্রতি তারা জানিয়েছেন, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে তারা এমন একটি স্মার্ট বায়োনিক হাত তৈরি করেছেন, যার মাধ্যমে কোনও বস্তু ছুঁয়ে দেখার অনুভূতি পাবেন অঙ্গহীন মানুষেরা।

 

তারা জানান, শুধু অঙ্গহীন মানুষদেরই জীবন সহজ করবে না এই অত্যাধুনিক প্রযুক্তি; একই সঙ্গে সাধারণ পেশাদার মানুষদের দৈনন্দিন কাজেও ভালো গতি আনবে।

 

মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চীনের টেক হাব হিসেবে পরিচিত হাংচৌ ও শেনচেনের ল্যাবে এই প্রযুক্তি নিয়ে গবেষণা কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

 

সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই প্রযুক্তিকে আরও সহজভাবে উপস্থাপন করতে গভীরভাবে কাজ চলছে যুক্তরাষ্ট্রের বোস্টনেও।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন চীনা শিক্ষার্থী কু ইউয়ে জানান, ৫ বছর আগে এক দুর্ঘটনায় হাত হারিয়েছিলেন তিনি। এরপর এই প্রযুক্তি পাল্টে দিয়েছে তার দৈনন্দিন জীবন; এখন আর অন্যের উপর নির্ভর করে থাকতে হয় না তাকে।

 

তিনি বলেন, "দুর্ঘটনায় হাত হারিয়ে প্রায় এক বছর নিজেকে আড়ালে রেখেছিলাম। সত্যি বলতে, আমি ভীষণ ভয়ে ছিলাম, কেউ আমাকে বিয়ে করবে তো?, আর ভালো কোনও চাকরি আমার ভাগ্যে জুটবে কি’! কী করবো, কোথায় যাবো, কোন কূল কিনারা খুঁজে পাচ্ছিলাম না।”

 

কু ইউয়ে দীর্ঘ সময় ধরে একা একা ছিলেন। একটা সময় তিনি ধরেই নিয়েছিলেন এই আহত হাত তার কেটে ফেলতে হবে।

 

তিনি বলেন, “অনেক দিন পর আমি এই বায়োনিক হাতের সন্ধান পেয়েছি। চীনের এই প্রযুক্তি আমার জীবনটা সত্যিই সহজ করে দিয়েছে। আমি এখন নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখতে পারি।”

 

এইচআরএস অভি/রহমান