চীনে ভাড়া গাড়ির জমজমাট ব্যবসা
2024-01-04 18:48:45

 

জানুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি যানবাহনগুলো ‘ভাড়া গাড়ি’ খাতে আরও বেশি হারে গ্রাহকের মন জয় করছে। এর ফলে দ্রুত বর্ধনশীল গাড়ি শিল্পে পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। সম্প্রতি এ খাতের ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন।

 

তারা বলছেন, ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ভাড়া গাড়ি কোম্পানিগুলো তাদের ব্যবসা সম্প্রসারণ করছে এবং তাদের পরিসেবাগুলোকে গ্রাহকদের কাছে আরও বৈচিত্রময় করার চেষ্টা করছে।

অনেক অপারেটর গ্রাহকদেরকে স্টোর থেকে গাড়ি ভাড়া নেওয়ার এবং গ্রাহকের পছন্দ মতো জায়গায় গাড়ি পাঠিয়ে দেওয়ার সুবিধা দিচ্ছে। এর ফলে গ্রাহকরা তাদের পছন্দের সময়ে ও জায়গায় গাড়ি ফেরত দিতে পারছেন।

 

সাধারণ গাড়ি থেকে শুরু করে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি বহু গ্রাহককে আকৃষ্ট করছে। পাশাপাশি ভাড়া গাড়ির বিভিন্ন পরিসেবাতেও আকৃষ্ট হচ্ছেন গ্রাহকরা।

বেইজিংয়ের একজন গ্রাহক বলেন, “এর আগেবার রাস্তায় থাকা অবস্থায় যখন টায়ারে সমস্যা হয়েছিল তখন কোম্পানিকে ফোন করা মাত্রই তারা দ্রুত লোক পাঠিয়েছিল এবং গাড়ি পরিবর্তনে সাহায্য করেছিল।”

 

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৩ সালে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন মডেলের গাড়ি বাজারে আনায় আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে গাড়ি ভাড়া খাত।

একটি ভাড়া গাড়ি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, "চীনের তৈরি গাড়ি ভাড়া গেল বছরের তুলনায় বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।"

 

নাহার/রহমান

তথ্য ও ছবি- সিসিটিভি