চীনের অর্থনৈতিক শুমারির তথ্য নির্ভুল করতে বললেন উপ-প্রধানমন্ত্রী
2024-01-04 18:43:41

সিএমজি বাংলা ডেস্ক, জানুয়ারি ০৪: চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং বলেছেন, দেশটির চলমান পঞ্চম জাতীয় অর্থনৈতিক শুমারির সব ধরনের তথ্য সত্য, নির্ভুল ও নির্ভরযোগ্য হতে হবে।

 

বুধবার বেইজিংয়ে আদমশুমারির কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, “চীনের অর্থনৈতিক আদমশুমারিতে উচ্চ-মানের উন্নয়ন এবং নতুন উন্নয়ন ধারা প্রতিফলিত হওয়া উচিত এবং এটি বৈজ্ঞানিক পরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং চীনের বৈশিষ্টপূর্ণ আধুনিকায়নের সহায়ক হওয়া উচিত।”

 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং আরও বলেন, দেশের অর্থনীতির দ্রুত বিকাশের সাথে সাথে নতুন শিল্প, ব্যবসায়িক কাঠামো ও এ সম্পর্কিত পরিসংখ্যান আরও সঠিকভাবে তুলে ধরতে হবে।

 

এজন্য তথ্যের নির্ভরযোগ্য উৎসের উপর তাগিদ দেন তিনি।

তিং জোর দিয়ে বলেন, চীনে ১০ কোটিরও বেশি স্ব-কর্মসংস্থান ব্যবসা রয়েছে এবং এই ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তথ্যও অর্থনৈতিক আদমশুমারিতে ভালোভাবে যুক্ত করতে হবে।

অভি/রহমান