উদ্ভাবনে মনযোগ দিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান চীনের প্রধানমন্ত্রীর
2024-01-04 18:47:12


 

জানুয়ারি ০৪, সিএমজি বাংলা ডেস্ক: প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে আরও অধিক সাফল্য অর্জনের জন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য শিল্প ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রধামন্ত্রী লি ছিয়াং।

 

মঙ্গলবার ও বুধবার মধ্য চীনের হুবেই প্রদেশ সফরকালে এ আহ্বান জানান তিনি।

 

সফরের সময় লি ছিয়াং প্রাদেশিক রাজধানী উহান এবং ইয়িছাং ও ইচৌয়ে এলাকায় একটি জল সংরক্ষণ প্রকল্প, কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান, একটি শিল্প পার্ক, একটি গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষাগার এবং একটি বিমানবন্দর পরিদর্শন করেন।

 

উহানে মেমরি চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়াংজি মেমোরি টেকনোলজি কোম্পানির উত্পাদন লাইন পরিদর্শন করার সময় তিনি ফ্ল্যাশ মেমরি চিপসের বিকাশ সম্পর্কে খোঁজখবর নেন।

 

বৈজ্ঞানিক গবেষণার অর্জনগুলোকে আরও ভালভাবে উত্পাদনশীলতায় পরিণত করার লক্ষ্যে তিনি শিল্প, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রসার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জন্য আরও সহায়ক নীতি প্রবর্তনের প্রচেষ্টার আহ্বান জানান। - রহমান

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি