নববর্ষের ছুটিতে চীনের ভোক্তা ব্যয় তুঙ্গে, চাঙা অর্থনীতি
2024-01-03 17:07:47

জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে খ্রিস্টীয় নববর্ষের ছুটি ছিল ৩০ ডিসেম্বর ২০২৩ থেকে ১ জানুয়ারি, ২০২৪। এই তিনদিনের ছুটিতে ভোক্তা ব্যয় তুঙ্গে ওঠে। জনপ্রিয় তুষার বরফ পর্যটন স্থান ও শহরগুলোতে অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং গত বছরের এই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে।

একইসঙ্গে বেড়েছে কেনাকাটা ও বিভিন্ন পরিষেবা গ্রহণ। দেশব্যাপী প্রধান বাণিজ্যিক জেলা এবং শপিং সেন্টারে পায়ে হেঁটে ঘোরাঘুরি সর্বোচ্চ ছিল। শুধুমাত্র শাংহাইতে, ৩৫টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জেলা ছুটির দিনে মোট১৫.৪৮ মিলিয়ন ভিজিট নিবন্ধিত করেছে। শহরের বাইরের ভোক্তারা ছুটির সময় ব্যয়ে ৬.৫বিলিয়ন ইউয়ান (প্রায় ৯২০  মিলিয়ন ইউএস ডলার) অবদান রেখেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা গেছে যে দেশব্যাপী প্রধান খুচরা এবং আতিথেয়তা প্রতিষ্ঠানে ছুটির বিক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ১১  শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয় এবং বুকিং প্ল্যাটফর্মের ডেটা - অনলাইন এবং অফলাইন উভয়ই, দেখায় যে শহরে ঘোরা,  স্বল্প-দূরত্বের ভ্রমণ এবং অবসর ভ্রমণ ছুটির দিনে জনপ্রিয় ছিল, সামগ্রিক অভ্যন্তরীণ পর্যটনের আয় গত বছরের তুলনায় তিনগুণ বেড়েছে।

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক বলেছে যে নববর্ষের ছুটিতে চীনে১৩৫  মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫৫.৩  শতাংশ বৃদ্ধি পেয়েছে, অভ্যন্তরীণ পর্যটন রাজস্ব ৭৯.৭৩ বিলিয়ন ইউয়ানে পৌছেছে যা গত বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি।

ছুটিতে ভ্রমণ, ঘোরাঘুরি, হোটেল, যাতায়াত, শপিং, খাবার দাবার সবমিলিয়ে দারুণ জমজমাট ছিল তিনদিন। সেইসঙ্গে চাঙা হয়েছে অর্থনীতি।

শান্তা/হাশিম