চীনের তৈরি চতুর্থ সি নাইন ওয়ান নাইন বিমান ইস্টার্ন এয়ারলাইন্সকে হস্তান্তর
2024-01-03 19:49:53

জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাণিজ্যিক বিমান কর্পোরেশন (সিওএমএসি) মঙ্গলবার বাণিজ্যিক অপারেশনের জন্য চায়না ইস্টার্ন এয়ারলাইন্সকে তার চতুর্থ  দেশীয়ভাবে উৎপাদিত সি নাইন ওয়ান নাইন যাত্রীবাহী বিমান হস্তান্তর করেছে।

শাংহাই পুতং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাংহাই  হোংছিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে একটি সংক্ষিপ্ত ফ্লাইটে এই বিমানের ডেলিভারি সম্পন্ন হয়।

২০২১ সালে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স তার প্রথম পাঁচটি সি নাইন ওয়ান নাইন প্লেন কেনার জন্য যে পাঁচটি বিমানের অর্ডার দিয়েছে সেই পাঁচটি বিমানের মধ্যে বিতরণ করা বিমানটি চতুর্থ। তৃতীয়টি ২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে বিতরণ করা হয়েছিল৷

২০২৩ সালের সেপ্টেম্বরে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সিওএমএসি থেকে আরও ১০০টি সি নাইন ওয়ান নাইন প্লেন কিনেছে।  এটি জেটের জন্য সবচেয়ে বড় অর্ডার। ২০২৪ থেকে ২০৩১  পর্যন্ত প্লেনগুলি ব্যাচে বিতরণ করা হবে।

শান্তা/হাশিম