নববর্ষের ছুটিতে বাড়বে যাত্রীভ্রমণ
2024-01-02 17:30:51

জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের নববর্ষের ছুটি চলাকালে ভীড়ের সময় চীনে যাত্রী ভ্রমণ ১২৮ মিলিয়নেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক৪ শতাংশ বেশি।  সোমবার পরিবহন মন্ত্রণালয় একথা জানিয়েছেন। 

মন্ত্রণালয় বলছে, নববর্ষের তিনদিনের ছুটিতে রেললাইনে ৪৪ দশমিক ২ মিলিয়ন যাত্রী ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে, যা গেল বছরের একই সময়ের তুলনায়  ১৭৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত ছুটির দিনে আকাশপথে ৫ দশমিক ১৯ ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে, যা গেল বছরের তুলনায় ১৪০ দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া সড়কপথে ৪৬ দশমিক ১ শতাংশ এবং জল্পথে ৭২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া