বিশ্বে ১৪ বছর ধরে কনটেইনার হ্যান্ডলিংয়ের শীর্ষে শাংহাই বন্দর
2024-01-02 16:57:01

জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সমুদ্রবন্দর শাংহাই বিশ্বব্যাপী টানা ১৪ বছর ধরে কনটেইনার হ্যান্ডলিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছে। সদ্য সমাপ্ত হওয়া ২০২৩ সালে বন্দরটিতে ৪ কোটি ৯০ লাখ (২০ ফুট সমতুল্য ইউনিট) রপ্তানি, আমদানি এবং খালি কন্টেইনার পরিচালনা করা হয়।

মঙ্গলবার পোর্ট অপারেটর ডেটায় এসব তথ্য পাওয়া গেছে।

শাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপের তথ্য মতে, শাংহাই একটি শিপিং হাব হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। এ বন্দরের সঙ্গে ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭০০টিরও বেশি বন্দরের সঙ্গে কন্টেইনার রুট সংযোগ রয়েছে। প্রতি সপ্তাহে ৩২০ জনেরও বেশি লাইনার বন্দর শহর পরিদর্শন করে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বন্দরের সঙ্গে বিশ্বের প্রথম ট্রান্স-প্যাসিফিক গ্রিন শিপিং করিডোর তৈরি করছে শাংহাই সমুদ্রবন্দর।

 

শুভ/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি