হারবিনে চলছে চোখ-ধাঁধানো বরফ-লণ্ঠন প্রদর্শনী
2024-01-01 16:25:46

জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চলছে ৫০তম হারবিন আইস-ল্যান্টার্ন প্রদর্শনী।

বরফ-লণ্ঠন হারবিনের একটি ঐতিহ্যবাহী শিল্প। অতীতে সোংহুয়া নদীতে যখন জেরেরা মাছ ধরতেন তখন তাদের জন্য রাতে বাড়ির ফটকে আরো জ্বেলে রাখা হতো। তারা নানা আকৃতির লণ্ঠন বানাতেন এবং বাড়ির ফটক খুব সুন্দর করে সাজাতেন। ১৯৬৩ সালে প্রথমবারের মতো চাওলিন পার্কে হারবিন আইস ল্যান্টার্ন  প্রদর্শনী হয়। এটাকে বাগান-লণ্ঠন শিল্পও বলা হয়।

বর্তমানে হারবিন আইস ল্যান্টার্ন শো সারা বিশ্বের মিডিয়ায় বহুল প্রচারিত একটি বিষয়। সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন এই নান্দনিক প্রদর্শনী দেখতে। বরফের ভিতরে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়। বরফ দিয়ে নানা আকারের ল্যান্টার্ন বানানো হয়। লোকজ নকশা, ফল, পাখি, ড্রাগন, বিভিন্ন স্থাপত্যর মডেলসহ নানা আকৃতির আইস-ল্যান্টার্ন বানানো হয়।

রোববার শুরু হওয়া এই প্রদর্শনী হারবিনের তুষার ভাস্কর্য প্রদর্শনীর অংশ। হারবিনের তুষার ভাস্কর্য প্রদর্শনী জানুয়ারি মাসের ৫ তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং দুই মাস চলবে।

শান্তা/রহমান