অ্যান্টার্কটিকার গ্রেটওয়াল স্টেশনে পৌঁছেছে চীনের গবেষণা জাহাজ তুষার-ড্রাগন
2024-01-01 16:29:30

জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মেরু বরফভাঙা গবেষণা জাহাজ (পোলার আইসব্রেকিং রিসার্চ ভেসেল) সুয়েলং অ্যান্টার্কটিকার গ্রেট ওয়াল স্টেশনে পৌঁছেছে। সুয়েলং নামের অর্থ স্নো ড্রাগন বা তুষার ড্রাগন। এটি চীনের ৪০তম অ্যান্টার্কটিক অভিযান মিশন পরিচালনা করছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বরফভাঙা এই গবেষণা জাহাজ ১৬ ডিসেম্বর অ্যান্টার্কটিকের চোংশান স্টেশন ছেড়ে যায় এবং নয়টি টাইম-জোন অতিক্রম করে প্রায় ৩০০০ নটিক্যাল মাইল (৫৫৫৬ কিলোমিটার) পশ্চিম দিকে যাত্রা করে।

গ্রেট ওয়াল স্টেশনে অভিযাত্রী দল লজিস্টিক সহায়তা, বৈজ্ঞানিক গবেষণা সরঞ্জামসহ প্রায় ৭০০টন উপকরণ আনলোড করবে। স্টেশন থেকে কিছু উপকরণ ও াাবর্জনা বাইরে নিয়ে যাওয়ার জন্য লোড করবে। ১০দিনের মধ্যে তাদের এখানকার কাজ শেষ হবে।

শান্তা/হাশিম