নানা আয়োজনে চীনে নববর্ষ উদযাপন
2024-01-01 16:31:30

জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক : লেজার শো, ফায়ারওয়ার্ক শো বা আতশবাজিসহ বর্ণাঢ্য নানা আয়োজনে চীন জুড়ে উদযাপিত হয়েছে ইংরেজি নববর্ষ ২০২৪। নতুন বছরকে স্বাগত জানাতে রোববার চীনের বিভিন্ন অঞ্চলে রাতভর চলে নানা আয়োজন। 

উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন শহরে আলোকসজ্জা, আতশবাজি ও  একটি লেজার লাইট শো প্রদর্শনের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানানো হয়।

পার্শ্ববর্তী লিয়াওয়ুয়ান সিটিতে, এক তুষার-থিমযুক্ত পার্ক পর্যটকদের  তুষার এবং বরফের ভাস্কর্য যেমন তুষারমানব, প্রাণী এবং স্থাপত্যের মতো সুন্দর আকারের  শিল্প উপস্থাপন করে। রাত নামার সঙ্গে সঙ্গে পার্কে মানুষের ঢল নামতে শুরু করে।

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরেও, আলোকসজ্জার পাশাপাশি গান ও নাচ পরিবেশনের মধ্য দিয়ে ২০২৪ সালকে বরণ করে নেয় অপেক্ষমাণ জনগণ। 

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপ্যালিটির কেন্দ্রস্থলে একটি স্কোয়ারে ঘণ্টা বাজিয়ে ২০২৩কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

ঐশী/শান্তা

তথ্য ও ছবি : সিসিটিভি