গাজায় যুদ্ধবিরতির জন্য সমস্ত প্রচেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চীনের আহ্বান
2023-12-31 21:06:21

ডিসেম্বর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং।

নিউইয়র্ক সিটিতে সম্প্রতি জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের উপর নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বৈঠকে এই মন্তব্য করেন কেং শুয়াং।

তিনি বলেন, সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত রেজুলেশন সত্ত্বেও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যা এবং পশ্চিম তীরে অভিযান ও গ্রেপ্তার চলছে।

তিনি জোর দিয়ে বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যুদ্ধবিরতির প্রচার, বিপর্যয় প্রশমন এবং জীবন বাঁচাতে তার সমস্ত প্রচেষ্টা একত্রিত করতে হবে।"

তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নতুনভাবে শুরুর পর ৮০ দিনের বেশি পার হয়েছে এবং গাজায় ২০ হাজারের বেশি প্রাণহানি ও মানবিক বিপর্যয় ঘটেছে।

কেং বলেন,  চীন ইসরায়েলকে অবিলম্বে তার নির্বিচারে সামরিক হামলা এবং গাজার জনগণের উপর গণ-শাস্তি  বন্ধ করার এবং এই অঞ্চলে মানবিক সংস্থাগুলিকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় শর্ত  পূরণ করার আহ্বান জানিয়েছে।  

শান্তা/রহমান