আকাশ ছুঁতে চাই ৪৭
2023-12-07 19:37:46

১. আকাশ ছুঁতে ভালোবাসেন ওয়াং

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

৩. ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী

 

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

আকাশ ছুঁতে ভালোবাসেন ওয়াং

 

অ্যরোবেটিক পাইলট কথাটি শুনলে প্রথমে একজন পুরুষের কথাই মনে হয়। কারণ বিশ্বের বিভিন্ন সমাজে সাধারণত দুঃসাহসী কথাটি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই গৎবাঁধা ধারণা ভেঙে দিয়েছেন চীনের নারী অ্যরোবেটিক পাইলট ওয়াং চাওহুয়াচেন। কিভাবে এই সাফল্য পেলেন ওয়াং, শুনবো সেই গল্প।

 

ছোটবেলা থেকেই তার ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে সফল করেছেন তিনি। তার নাম ওয়াং চাওহুয়াচেন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত অ্যারো এশিয়া শো ২০২৩ এর একমাত্র নারী অ্যারোবেটিক পাইলট এবং চীনের প্রথম নারী অ্যারোবেটিক ফ্লাইট ইনস্ট্রাকটর।

তিনি কুয়াংতোং প্রদেশে চুহাই সিটিতে অনুষ্ঠিত অ্যারোবেটিক এয়ার শো অ্যারো এশিয়ায় ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছেন। সেইসঙ্গে তিনি দর্শকদের একটি পশ্চাৎপদ ধারণাও ভেঙে দিয়েছেন। আগে মনে করা হতো অ্যারোবেটিক পাইলট মানেই পুরুষ। কিন্তু সেই ধারণা তিনি বদলে দিয়েছেন।

ওয়াংয়ের জন্ম বেইজিংয়ে। তার দাদা এয়ার ফোর্সে ছিলেন। সেই শৈশব থেকেই তার আকাশে বিমান চালনার ইচ্ছা।

ওয়াং বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আকাশ ভালোবাসি এবং বিমান চালাতে চেয়েছি। আমার অবাক লাগতো কিভাবে বিমান আকাশে ওড়ে। বিমান কি নিরাপদ? এই কৌতুহল থেকেই বিমান বিষয়ক বই পড়তে থাকি।  পরে বাস্তব অভিজ্ঞতা অর্জনে বিমান চালানোর পাঠ নেই। যখন বিমান চালানোর উত্তেজনা ও আনন্দ অনুভব করতে পারলাম তখন বুঝলাম এটা আমাকে সবসময়ই আকর্ষণ করবে। ‘

১৭ বছর বয়সে তিনি পাইলট হন। প্রথমবার তিনি অনুভব করেন আকাশে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ানোর আনন্দ।

ওয়াং জানান অ্যারোবেটিক পাইলট হওয়ার সময় তাকে যথেষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।

অনেকে তাকে বলেছে ‘তোমার মতো মেয়ে পাইলট হতে পারবে না।’ এমনকি এয়ার শোর সময় যখন তিনি প্লেনের ককপিটে বসেছেন তখন অনেকে বলেছে যে একজন নারী কো পাইলট হয়েছে। পুরুষ পাইলট এসে প্লেনটা চালাবে। অনেকে তাকে পরামর্শ দিয়েছে একা প্লেন না চালিয়ে একজন পুরুষ পাইলটকে সঙ্গে রাখতে। ওয়াং এসব নেতিবাচক কথায় গুরুত্ব দেননি। তিনি নিজের দক্ষতা ও নৈপুণ্যে সকল নেতিবাচক কথার জবাব দিয়েছেন। তিনি যখন ককপিটের আচ্ছাদন বন্ধ করে একাই প্লেনটি চালিয়ে আকাশে উড়িয়েছেন তখন সকলের মুখ বন্ধ হয়েছে।

মানুষের আকাশ জয়ের ইতিহাস নিয়ে তিনি শিশুদের জন্য একই বইও লিখেছেন।

তিনি মনে করেন তার এই বই পড়ে শিশুরা পাইলট হতে উৎসাহিত হবে। আগামি দিনে অনেক নারী অ্যরোবেটিক পাইলট হয়ে আকাশ ছুঁতে পারবেন।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

 

প্রথমবারের মতো নারী উপাচার্য পেল বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদেকা হালিম। আগামী চার বছর জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন তিনি। বিস্তারিত শুনবো আফরিন মিমের প্রতিবেদনে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. সাদেকা হালিম। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন এই নারী উপাচার্য। 

সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদেরও প্রথম নারী ডিন ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাদেকা হালিমের পিতা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬ থেকে ১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে।

সাদেকা হালিম ঢাকার উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক তার পূর্ণ দায়িত্ব শেষ করার আগেই মারা যান। গত ১১ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০২১ সালের ১ জুন ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

 

 

প্রতিবেদন: আফরিন মিম

সম্পাদনা: শান্তা মারিয়া

 

ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী

বাংলাদেশের নারীর ক্রীড়াক্ষেত্রে এগিয়ে চলেছেন সাহসের সঙ্গে। সম্প্রতি নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দল চমৎকার পারফরম্যান্সে দেশকে আনন্দে ভাসিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শুভ আনোয়ার

 

রক্ষণশীল সামাজিকতায় আবদ্ধ থাকা বাংলাদেশের নারীরা, খেলার মাঠে দাপিয়ে বেড়াবেন এ কথা চিন্তা করাও ছিলো একসময় কল্পনার অতীত। শিক্ষা থেকে শুরু করে সবর্ত্র বাধার মুখে পড়া নারীরা এখন দেশের গণ্ডি পার করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনে। তারা যে কেবল পাদ-প্রদীপের আলোয় আসতে শুরু করেছেন তা-ই নয়, ক্রীড়াক্ষেত্রে দেশের অর্জনের সিংহভাগ কৃতিত্বে নিজেদের নাম লেখাতে শুরু করেছেন।

 

চলতি বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের নারীরা ফুটবলাররা রাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচই জিতেছেন।  ঘরের মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে  বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের   গল্প কম নয়। বহুবার গোল উৎসবে প্রতিপক্ষের জাল ভাসিয়েছেন মেয়েরা। প্রথম ম্যাচে ৩-০ আর দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে গোল হজম করেনি একটিও। ‘শেষ ভালো যার, সব ভালো তার— বাংলার এ প্রবাদকে সত্যি প্রমাণ করেছেন তারা। বছরব্যাপী নানা ঘটনায় আলোচনা-সমালোচনায় থাকা নারী ফুটবলের সমাপ্তিটা হয়েছে দারুণ।

প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড তহুরা খাতুন। দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করেন এই ফরোয়ার্ড।

 

এদিকে দেশের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। এবার দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে নারী ক্রিকেট দল। ব্যাটে-বলে দারুণ খেলে প্রোটিয়া নারীদের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৩ রানের জয় তুলে নিলেন টাইগ্রেসরা।

বাংলাদেশ দলের হয়ে বল হাতে দুর্দান্ত করেছেন স্বর্ণা আক্তার। স্পিন বোলিং এই অলরাউন্ডার ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। শেষে তার একের পর এক ব্রেক থ্রুতে জয় তুলে নেয় বাংলাদেশ। এই সফরে তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। 

পুরুষদের তুলনায় সুযোগ-সুবিবা কম পেয়ে থাকেন নারী ক্রীড়াবিদরা। ক্রিকেট কিংবা ফুটবলে নারী-পুরুষদের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধার পার্থক্য বিস্তর। অন্য খেলা গুলোর চিত্র অনেকটা একই রকম। কিন্তু এরপর দেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করছেন নারী ক্রীড়াবিদরা। হচ্ছেন আলোচিত আর দেশের সম্মানকে করছেন প্রতিষ্ঠিত।

 

প্রতিবেদন: শুভ আনোয়ার

সম্পাদনা: শান্তা মারিয়া

 

 

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

কণ্ঠ:  শান্তা মারিয়া, আফরিন মিম,  শুভ আনোয়ার,

অডিও সম্পাদনা: রফিক বিপুল