হ্যনানে ঠিক সময়ে চলছে গম কাটা
2023-06-09 15:24:38

জুন ৯, সিএমজি বাংলা ডেস্ক:  বৃষ্টির ক্ষতির আঘাত থেকে ফসল বাঁচাতে সময় মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হ্যনান প্রদেশের হুয়াসিয়ান কাউন্টির ইউয়ানইং গ্রামের কৃষিক্ষেত্রে। হ্যনানে বেশ কয়েক দিন ধরেই বৃষ্টিপাত হওয়ার ফলে গমের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দেয়।

 বৃষ্টিপাতের ফলে গমের ফসল ভিজে যায়। এই ভেজা গম দ্রুত হারভেস্টার মেশিনের মাধ্যমে কেটে ফেলা এবং শুকানোর পদক্ষেপ নেয়া হয়েছে। প্রদেশের গমক্ষেতের ৯১ শতাংশ এলাকায় গমকাটা শুরু হয়েছে। ৭৭.৭৯ মিলিয়ন মু (৫.১৯ মিলিয়ন হেকটর) জমিতে গম কাটা শেষ করে ভেজা গম শুকানো হচ্ছে। এর ফলে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত গমের ফসল উদ্ধার করা সম্ভব হচ্ছে। সময়মতো পদক্ষেপ নেয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।

শান্তা/রহমান

ছবি: সিনহুয়া