আবুধাবি আন্তর্জাতিক বইমেলায় চীনা প্রকাশনা প্রতিনিধি দল
2023-06-06 16:17:26

৩২তম আবুধাবি আন্তর্জাতিক বইমেলা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জাতীয় সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে খোলা হয়েছে। ৮৫টি দেশ ও অঞ্চলের এক হাজার তিনশ’রও বেশি প্রকাশক এতে অংশগ্রহণ করেছে। এর মধ্যে চীনা প্রকাশনা প্রতিনিধিদল বইমেলায় এক হাজারেরও বেশি উচ্চমানের বই নিয়ে এসেছে।

চীনা প্রকাশনা প্রতিনিধি দল বেইজিং, থিয়ানচিন, শাংহাই এবং চ্যচিয়াং-এর ১৪টি প্রকাশনা ইউনিটের ২৫জন প্রতিনিধি নিয়ে গঠিত হয়েছে। প্রতিনিধিদল অফলাইন প্রদর্শনীতে ৭৩৬টি রকম এবং ১১৫১টি উচ্চ-মানের বই নিয়ে এসেছে। চীনা প্রকাশনা প্রতিনিধিদলের আগমনকে বইমেলার আয়োজকরা এবং আলবেনিয়ান প্রকাশনা সংস্থা উষ্ণভাবে স্বাগত জানায়। চীনা প্রকাশনা প্রতিনিধিদলের সদস্য শেন শুইপিং বলেন, চীনা প্রতিনিধিদলের বইয়ে প্রধানত তিনটি দিক রয়েছে। শেন শুইপিং বলেন,

"আমাদের চীনা প্রকাশনা প্রতিনিধিদল এবার এক হাজারটিরও বেশি বই এনেছে, যার মধ্যে প্রধানত তিনটি দিক রয়েছে: প্রথমটি চীনা ভাষা শেখার বিষয়ে। আমরা আশা করি, আরব শিক্ষার্থীরা এই বইগুলির মাধ্যমে আরও চীনা ভাষা শিখতে পারবে। দ্বিতীয় অংশটি চীনের সমসাময়িক অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নের স্থিতাবস্থা সম্পর্কিত বই। তৃতীয় অংশটি প্রাচীন চীনা স্থাপত্য, পিকিং অপেরা এবং অন্যান্য চমৎকার বিষয়বস্তু সহ চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে।"

চীনা বুথের সামনে ব্যবসায়িক আলোচনা ছিল প্রাণবন্ত। প্রদর্শনীতে বইগুলো বিপুল সংখ্যক আরব পাঠকদের আকৃষ্ট করেছিল। মিশরীয় প্রকাশকের প্রধান আহমেদ সাঈদ চীনা ভাষায় বলেন, আরব দেশে চীনা বইগুলো খুবই জনপ্রিয়। তিনি বলেন,

“এখন আরব দেশে একটি চাইনিজ ক্রেজ তৈরি হয় এবং আরব দেশগুলিতে চীনা পাঠ্যপুস্তক খুব জনপ্রিয়। কারণ, প্রতিটি আরব দেশে একটি চীনাভাষার বিভাগ এবং চীনা স্কুল রয়েছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ২শ’ টিরও বেশি চীনা স্কুল রয়েছে। এ ছাড়া, চীনা সাহিত্য এখন আরব দেশগুলিতে বেশ জনপ্রিয়। ইয়ু হুয়া, সু জেচেন, লিউ জেনইয়ুন এবং ছাও ওয়েনসুয়ানের রচনাগুলি আরব দেশে পুনর্মুদ্রিত হচ্ছে, যেমন কবিতার রচনাগুলিও রয়েছে। চীনের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং চীনের উন্নয়নের বইগুলোও খুব জনপ্রিয়। প্রতিটি আরব দেশে সবচেয়ে জনপ্রিয় হল "সি চিন পিং: দ্য গভর্নেন্স অফ চায়না" ১, ২ ও ৩ (ভলিউম)। তৃতীয়টি (ভলিউম) সবচেয়ে জনপ্রিয়। গত বছর থেকে এখন পর্যন্ত, আরব দেশে আরবি সংস্করণের ২৭ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। কিছু আরব দেশ জাতীয় গ্রন্থাগারেও তা রাখা হয়েছে।”

"চীন-আরব সভ্যতা সংলাপ--চীন-আরব পাবলিশিং কালচার এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন ফোরাম" চীনা প্রকাশনা প্রতিনিধিদল একযোগে আয়োজন করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রকাশনা এবং পরিচালনা প্রতিষ্ঠানগুলির সঙ্গে গভীর বিনিময়ের মাধ্যমে, পারস্পরিক শিক্ষা, ভাগাভাগি এবং উভয়ের জয় বাস্তবায়িত হবে। সেই সঙ্গে, দুই দেশের প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে সহায়তা দেবে।

 

বইমেলার সময়, "থ্রি-বডি প্রবলেম"-এর বিদেশি সংস্করণের অপারেটর আরব দেশগুলির প্রকাশনা সংস্থার কাছে "দ্য ওয়ান্ডারিং আর্থ", "স্টারস" এবং "সলিড ওশান" এর মতো সর্বাধিক বিক্রিত চীনা সাই-ফাই কাজ প্রচারে মনোনিবেশ করেছিলেন। শেন শুইপিং বলেন, চীনা প্রতিনিধিদল চীন ও আরব দেশগুলির মধ্যে সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নেওয়ায় শক্তি যোগানোর জন্য নানা কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন,

“অবশ্যই, আমরা প্রকাশনা শিল্প এবং পাঠকদের মধ্যে একাধিক বিনিময়ের ব্যবস্থা করব। আশা করা যায়, এর মাধ্যমে চীন ও আরব দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে। পাশাপাশি, ‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণ যৌথভাবে প্রচার করা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলায় আমাদের প্রকাশনার শক্তি অবদান রাখবে।”

 

আবুধাবি আন্তর্জাতিক বইমেলা ১৯৯১ সালে আবুধাবি পর্যটন এবং সংস্কৃতি ব্যুরোর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বৃহত্তম এবং অন্যতম প্রভাবশালী বইমেলা।  উদ্যোক্তারা জানান, এ বইমেলা চলবে ৭ দিন। আরব বইমেলার ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘ সময়ের মেলা।