‘যাদুঘর ফোরাম ২০২৩’ হংকংয়ে শুরু হয়েছে
2023-04-04 14:22:31

সম্প্রতি ‘যাদুঘর ফোরাম ২০২৩’ হংকংয়ের সম্মেলন প্রদর্শনী কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ৩৫জন যাদুঘর-সংশ্লিষ্ট প্রতিনিধি তাদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফল তুলে ধরেছেন।

যাদুঘর ফোরাম হল যাদুঘর-বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের সাংস্কৃতিক ব্যুরো এবং ইতালির উফিচি গ্যালারির যৌথ উদ্যোগে এ ফোরাম আয়োজন করেছে।

এবার ফোরামে রয়েছে বিভিন্ন স্থানের সাংস্কৃতিক বিনিময়, পুরানো ও নতুন সাংস্কৃতিক সুবিধার বিষয়, যাদুঘর ও কমিউনিটির মধ্যে সংযোগ এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে অনলাইন ও অফলাইন স্থান সংহতকরণের জন্য নতুন সম্ভাবনা ইত্যাদি।

 

হংকংয়ের একজন কর্মকর্তা জানান যে, ভবিষ্যত্ সাংস্কৃতিক উদ্ভাবনী শিল্পের উন্নয়ন পরিকল্পনায়, হংকং শহরের সংস্কৃতি ও শৈল্পিক নির্মাণ জোরদার করা হবে, বিশেষ করে যাদুঘর ব্যবস্থা। এবার ফোরাম হংকং ও বিশ্বের বিভিন্ন জায়গার যাদুঘরের মধ্যে আরও গভীর অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার একটি নতুন সূচনা।

জাতীয় পুরাকীর্তি ব্যুরোর উপ-পরিচালক কু ইয়ু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ২০২২ সালে চীনে যাদুঘরের পরিমাণ ছিল ছয় হাজারেরও বেশি। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি প্রচার এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব যাদুঘর।

ইতালির উফিজি গ্যালারির পরিচালক অ্যাক শ্মিট মনে করেন, যাদুঘর মানুষকে অতীত নিয়ে চিন্তা করা এবং ভবিষ্যত রচনা করার শক্তি দেয়। ডিজিটাল প্ল্যাটফর্মও বিভিন্ন দেশের যাদুঘরের বিনিময়ের সুযোগ দেয় এবং আরও বেশি দর্শকদের কাছে নিয়ে যায়।

 

জিনিয়া/তৌহিদ