‘গণতন্ত্র শীর্ষ সম্মেলন’ মার্কিন আধিপত্যবাদের পক্ষে প্রচারণা বৈ আর কিছু নয়: আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিমত
2023-03-30 17:57:22

মার্চ ৩০: সম্প্রতি রাশান একাডেমি অফ সায়েন্সেসের গবেষক আলেকজান্ডার ইয়ারশভ এবং কাজাখস্তানের "তারাপ" ফলিত গবেষণাকেন্দ্রের পরিচালক রহিম ওশাকবায়েভ সিজিটিএন-কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, যুক্তরাষ্ট্র তথাকথিত "গণতন্ত্র শীর্ষ সম্মেলন" আয়োজন করেছে। এর আসল উদ্দেশ্য, মার্কিন আধিপত্যবাদের পক্ষে প্রচারণা চালানো এবং গণতন্ত্রকে  "রাজনৈতিক বিপণনের" হাতিয়ার হিসাবে ব্যবহার করা।

তাঁরা বলেন, অন্যান্য দেশের ওপর "পশ্চিমা ধাঁচের গণতন্ত্র" চাপিয়ে দেওয়ার এই অপচেষ্টার নেতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক অঙ্গনে।

রাশান একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ চায়না অ্যান্ড মডার্ন এশিয়ার গবেষক আলেকজান্ডার ইয়ারশভ বলেন, গণতন্ত্রের সংজ্ঞা মূলত রাজনৈতিক। তথাকথিত "গণতন্ত্র শীর্ষ সম্মেলন" এবং অনুরূপ সমস্ত ঘটনা সম্পূর্ণরূপে আদর্শিক। অতএব, এটি জনমতকে নিয়ন্ত্রণ করার একটি অস্ত্র মাত্র।

কাজাখস্তানের "তারাপ" ফলিত গবেষণাকেন্দ্রের পরিচালক রহিম ওশাকবায়েভ বলেন, পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনীতিবিদরা প্রায়শই "গণতন্ত্র" শব্দের একতরফা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এবং বিশ্বকে বিভক্ত করতে এটি ব্যবহার করেন। আজকের বহু-মেরুর বিশ্বে, "পশ্চিমা ধাঁচের গণতন্ত্র" অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সীমাহীন ক্ষতির কারণ হবে। (ইয়াং/আলিম/ছাই)