ইসরাইলে দূতাবাস স্থাপন করেছে আজারবাইজান
2023-03-30 19:30:07

মার্চ ৩০: আজারবাইজান গতকাল (বুধবার) ইসরাইলের রাজধানী তেল আবিবে দূতাবাস স্থাপন করেছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ দিন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বায়রামভ বুধবার ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করেন। তাঁরা অর্থনীতি, নিরাপত্তা, জ্বালানিসম্পদ ও উদ্ভাবন খাতে সহযোগিতা করার ব্যাপারে একমত হন।

কোহেন বলেন, তেল আবিবে আজারবাইজানের দূতাবাস স্থাপন থেকে প্রমাণিত হয় যে, দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি ইসরাইলের একটি প্রতিনিধিদল নিয়ে অদূর ভবিষ্যতে আজারবাইজান সফর করবেন বলেও জানান।

একই দিন, ইসরাইল সরকারের তথ্য-কার্যলয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বায়রামভ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গেও দেখা করেছেন। সাক্ষাতে তাঁরা আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

আর বায়রামভ এক টেলিভিশন-সাক্ষাত্কারে বলেন, দু’দেশ সংলাপ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এখন পর্যন্ত ১১৪টি ইসরাইলি প্রতিষ্ঠান আজারবাইজানে বিনিয়োগ করেছে বলেও তিনি জানান। (ছাই/আলিম)