যে কোন ধরনের বৈষম্য নির্মূল করার আহ্বান জানায় চীন
2023-03-28 10:46:54

মার্চ ২৮: সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘দাসত্বের শিকার এবং ট্রান্সআটলান্টিক ক্রীতদাস বাণিজ্যের আন্তর্জাতিক দিবস’ স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদলের অস্থায়ী রাষ্ট্রদূত তাই বিং ভাষণে সংশ্লিষ্ট দেশগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়া, যে কোন ধরনের বৈষম্যবাদ ও বর্ণবৈষম্য নির্মূল করা এবং সঠিকভাবে মানবাধিকার রক্ষা কার্যকর করার আহ্বান জানান।

 

তিনি বলেন, মানবপাচার ও দাসত্বপ্রথা মানব ইতিহাসে সবচেয়ে দুর্যোগপূর্ণ মানবাধিকার লঙ্ঘন। ট্রান্সআটলান্টিক মানব পাচারের ক্ষতিকর প্রভাব এখনও নির্মূল করা যায়নি। আফ্রিকান বংশধরসহ জাতিগত সংখ্যালঘু বিশ্বের কিছু অঞ্চল বিশেষ করে সাবেক উপনিবেশের দেশে বৈষম্যের পাশাপাশি বিশেষ দেশ,  ধর্ম ও  জাতির বিরুদ্ধে ‘আতঙ্ক’ ছড়িয়ে দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, দাসপ্রথা ও ট্রান্সআটলান্টিক মানব পাচারের ব্যাপক ও গভীর প্রভাব নির্মূল করতে আন্তর্জাতিক সমাজকে অভিন্নভাবে কাজ করতে হবে। চীন সংশ্লিষ্ট দেশগুলোকে কার্যকর ব্যবস্থা নিয়ে সার্বিক ও কার্যকরভাবে ‘ডারবান ঘোষণা ও কর্মসূচি’ কার্যকর করার আহ্বান জানায়।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)