আন্তর্জাতিক সংস্থা ভূ-রাজনীতির ক্ষেত্র নয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2023-03-25 16:32:50

মার্চ ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতার জায়গা, ভূ-রাজনীতির ক্ষেত্র নয়। আর, যুক্তরাষ্ট্র যদি ইউনেস্কো-য় চীনের ইতিবাচক ভূমিকার মূল্যায়ন করতে চায়, তবে বেইজিং তাকে স্বাগত জানাবে। সম্প্রতি ইউনেস্কো-য় যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং এ সংস্থায় চীনে ভূমিকা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষাপটে এ কথা বলেন মাও নিং।

চীনা মুখপাত্র বলেন, এর আগে দু’বার ইউনেস্কো থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ইউনেস্কোর কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়েছে। এখন যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থেই ইউনেস্কো-য় ফিরে আসতে চায়, তাহলে দেশটিকে আন্তর্জাতিক দায়িত্ব বহন করতে হবে, বহুপক্ষবাদ সমর্থন করতে হবে, এবং আন্তর্জাতিক সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। এভাবেই আন্তর্জাতিক সমাজের আস্থা ফিরে পেতে পারে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ২২ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন  বলেন, চীন জাতিসংঘের ইউনেস্কোতে সর্বোচ্চ অবদান রাখছে এবং সেখানে দেশটির বিশাল প্রভাবশক্তি রয়েছে। পক্ষান্তরে, ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় সে সুযোগ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত এই সংস্থায় পুনরায় ফিরে যাওয়া।

 ( ওয়াং হাইমান/আলিম/ছাই)