সি চিন পিং-এর নবম রাশিয়া সফরের অগ্রগতি
2023-03-22 19:51:06

মার্চ ২২: চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম ‘দুই অধিবেশন’ শেষ হবার এক সপ্তাহ পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়া সফরের মাধ্যমে এ বছর তাঁর প্রথম বিদেশ সফর শুরু করেন। যা প্রেসিডেন্ট হিসেবে তাঁর নবম রাশিয়া সফর। এ সফরের গুরুত্বপূর্ণ সাফল্যগুলো তুলে ধরা হলো।

গতকাল (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, তাঁর এ সফর হল মৈত্রীর যাত্রা, সহযোগিতার যাত্রা ও শান্তির যাত্রা। দু’পক্ষ গভীরভাবে বিনিময় করেছে, নানা বিষয়ে সার্বিকভাবে মত বিনিময় করেছে এবং নতুন অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

দু’দেশের মৈত্রী দু’দেশের শীর্ষনেতার ঘনিষ্ঠ বিনিময়ের স্বীকৃতি। সাংবাদিক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, দশ বছরে তিনি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ সম্পর্ক গঠন করেছেন, কৌশলগত বিনিময় বজায় রেখেছেন এবং দু’দেশের কৌশলগত সমন্বয় ফলপ্রসূ হয়েছে।

দু’দেশের মৈত্রী জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় থেকে বোঝা যায়। দু’নেতা জোর দিয়ে বলেন, প্রদেশ ও শহর পর্যায়ের বিনিময়ে মৈত্রী আরো বাড়বে, ‘চীন-রুশ ক্রীড়া বিনিময়বর্ষ’ আয়োজন করা হবে এবং দু’দেশের জনগণের বিনিময় বাড়ানো হবে।

এ সফরে দু’দেশের নেতা একমত হন যে, জ্বালানি, সম্পদ, বৈদ্যুতিক পণ্যের বাণিজ্য জোরদার করা হবে; তথ্য প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, কৃষি, পরিষেবা বাণিজ্য-সহ বিভিন্ন খাতের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে। সেই সঙ্গে আন্তঃদেশীয় লজিস্টিক্স পরিবহন জোরদার করা হবে।

 

মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে সি চিন পিং বলেন, ইউক্রেন সংকটের বিষয়ে চীন সবসময় জাতিসংঘ সনদ ও নিয়মতান্ত্রিকভাবে ন্যায়সঙ্গত অবস্থান থেকে শান্তি আলোচনার জন্য চেষ্টা করছে। চীন সবসময় শান্তি ও  সংলাপের পক্ষে রয়েছে।

এদিন দু’দেশের নেতা এক যৌথ বিবৃতি স্বাক্ষর করেন। এতে জোর দিয়ে বলা হয়, শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধান করতে হবে। এতে জাতিসংঘ সনদ ও নিয়ম মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)