অবিলম্বে সুদানকে আর্থিক সাহায্য দেয়ার আহ্বান চীনের
2023-03-21 10:17:00

মার্চ ২১: গতকাল (সোমবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদলের অস্থায়ী রাষ্ট্রদূত দাই বিং নিরাপত্তা পরিষদে সুদান বিষয়ক এক পর্যালোচনায় সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোকে অবিলম্বে ও শর্তহীনভাবে সুদানের অর্থনৈতিক সাহায্য পুনরুদ্ধারের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট পক্ষকে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিলেরও তাগিদ দেন।

  

তিনি বলেন, সম্প্রতি সুদানের রাজনৈতিক পরিস্থিতির অব্যাহত অগ্রগতি হচ্ছে। কিন্তু দেশটির অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি উদ্বেগজনক। জাতিসংঘের পর্যালোচনা অনুসারে, ২০২৩ সালে দেশটির এক-তৃতীয়াংশ মানুষের মানবিক সাহায্য দরকার। আন্তর্জাতিক অর্থ সরবরাহ হ্রাস গুরুতরভাবে মানবিক ত্রাণ কাজকে সীমাবদ্ধ করেছে।

 

তিনি বলেন, সুদানে ইউএন ইন্টিগ্রেটেড ট্রানজিশনাল অ্যাসিসটেন্স মিশন আন্তর্জাতিক সাহায্যের মাত্রা বাড়িয়ে সুদানি জনগণের বাস্তব সমস্যা প্রশমনের চেষ্টা করবে বলে প্রত্যাশা করে চীন।

(প্রেমা/এনাম/রুবি)