বিশ্বের বনজসম্পদ খাতে দ্রুতগতির উন্নয়নের দেশ চীন
2023-03-21 19:52:50


মার্চ ২১: ২১ মার্চ হলো আন্তর্জাতিক বনভূমি দিবস। এ বছরের থিম হল ‘বনভূমি ও সুস্থতা’। চীন ইতোমধ্যে বিশ্বের বনজসম্পদ খাতে দ্রুতগতিতে উন্নয়নের দেশে পরিণত হয়েছে।


চীনের জাতীয় বনভূমি ও তৃণভূমি ব্যুরো জানায়, অব্যহতভাবে গাছ লাগানোসহ নানা প্রচেষ্টার মাধ্যমে চীনের বনভূমির আয়তন অব্যাহতভাবে বাড়ছে এবং গুণগত মানও অব্যাহতভাবে উন্নত হচ্ছে।


জাতীয় বনভূমি ও তৃণভূমি ব্যুরোর জনৈক কর্মকর্তা জানান, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেস আয়োজনের পর টানা উদ্যোগের মাধ্যমে চীনের বনভূমি এলাকার আয়তন ২৪.০২ শতাংশে উন্নীত হয়েছে।


বেইজিং বনায়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চু ছিং খ্য জানান, বিগত ২০ বছরে বিশ্বের বনভূমি উন্নয়ন খাতে চীনের অবদান ২৫ শতাংশ।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)