দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় অটল চীনের গণমুক্তি ফৌজ: মুখপাত্র
2023-03-16 19:04:05

মার্চ ১৬: দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় অটল থাকবে চীনের গণমুক্তি ফৌজ। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেং।

 

তিনি বলেন, তাইওয়ান চীনের এবং চীনাদের তাইওয়ান। বর্তমানে তাইওয়ান প্রণালীর দু’তীরের উত্তেজনাময় পরিস্থিতির মূল কারণ হচ্ছে মিন চিন তাং পার্টি বহির শক্তির সঙ্গে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতা’র উস্কানি দেওয়া। দু’তীরের অধিবাসীদের রক্তের সম্পর্ক রয়েছে।

 

তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ ঐক্য বাস্তবায়নে বিশাল সম্ভাবনা সৃষ্টি করতে চাই এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কোনো সুযোগ দেব না। বহির শক্তির হস্তক্ষেপ এবং বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতার বিরুদ্ধে চীনের গণমুক্তি ফৌজের যে কোনো সামরিক অভিযান যুক্তিযুক্ত।

 

তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনো ধরণের সরকারী আদান-প্রদান ও সামরিক যোগাযোগের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের মাধ্যমে চীনকে রোধ করার ষড়যন্ত্র বন্ধ করার তাগিদ দেয় বেইজিং।

 

জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য ও প্রতিরক্ষা কর্মকর্তা পর পর তাইওয়ানে উস্কানিমূলক সফর করে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে নতুন দফা অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)