কানাডার আদিবাসী বোর্ডিং স্কুলের ইতিহাস মর্মান্তিক: জাতিসংঘের বিশেষ দূত
2023-03-11 18:40:22

মার্চ ১১: কানাডার আদিবাসীদের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কালি জাই গতকাল (শুক্রবার) অটোয়াতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন।

 

সেদেশে ১০ দিনের এক সফর শেষে তিনি এ সম্মেলনে বলেন, কানাডায় আদিবাসী বোর্ডিং স্কুলের জীবিতদের কাছ থেকে তিনি মর্মান্তিক সাক্ষ্য পেয়েছেন। কানাডার উচিৎ ঔপনিবেশিক উত্তরাধিকারের প্রতিকূল প্রভাব দূর করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করা।

 

তিনি বলেন, আদিবাসী বোর্ডিং স্কুলের প্রতিকূল প্রভাব এখনও রয়েছে। কানাডার লোকসংখ্যায় দুস্থ শিশুদের অনুপাত মাত্র ৭.৭ শতাংশ। তবে, তাদের ৫৩ শতাংশই আদিবাসী।

 

তিনি আরও বলেন, কানাডার আদিবাসী বোর্ডিং স্কুল ও কাঠামোগত বর্ণবাদ সৃষ্ট আন্তঃপ্রজন্মগত ট্রমা আজকাল মানবাধিকার লঙ্ঘন ও আপত্তিজনক আচরণ সৃষ্টি করেছে।

 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, অন্য কানাডিয়ান নারীদের তুলনায় আদিবাসী মেয়েদের খুন ও নিখোঁজ হওয়ার সম্ভাবনা ১২ গুণ বেশি। পাশাপাশি, আদিবাসীরা নির্বিচারে ও বৈষম্যমূলক গ্রেফতার বা আইন প্রয়োগকারীদের অতিরিক্ত বলপ্রয়োগের শিকার হতে পারেন। (শিশির/এনাম/রুবি)