পবিত্র শবে বরাত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
2023-03-07 18:23:22

ঢাকা, মার্চ ৭: বাংলাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের প্রস্তুতি চলছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার রাত জেগে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ফারসি শব্দ শবে বরাত অর্থ সৌভাগ্যের রাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রাত পালন করে মুসলিম সম্প্রদায়। মহিমান্বিত এ রাতে প্রার্থনা করে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করেন মুসলমানরা। পাশাপাশি অতীতের সমস্ত গুনাহ ও পাপ কাজের জন্য ক্ষমা চাওয়া হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন, ‘মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই।’

অন্যদিকে পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাজিদ/ শান্তা