সেই উহান এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর
2023-03-03 17:40:42

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হুপ্যেই প্রদেশের রাজধানী উহান । মধ্যচীনের সবচেয়ে জনবহুল এবং বড় শহর। খ্রিস্টপূর্ব যুগের চীনা সভ্যতার অনেক নিদর্শন রয়েছে উহানে। তবে শহরটি সারা বিশ্বের কাছে পরিচিত নাম হয়ে ওঠে কোভিড ১৯ প্যানডেমিকের সময়। তিন বছর আগে এই শহর কোভিডের বিরুদ্ধে চীনের সংগ্রামের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছিল। পুরো শহর ছিল লকডাউনে। স্থবির হয়ে পড়েছিল জনজীবন।

মহামারীর অবসানে এখন আবার আগের প্রাণচাঞ্চল্য ফিরেছে উহানে। উহানের তংফু প্লাম ব্লোজম গার্ডেনে এখন ফুটন্ত ফুলের শোভা দেখতে এসেছেন পর্যটকরা। শহরটির একটি ল্যান্ডমার্ক স্থাপনা হানখোও কাস্টমস হাউজের সামনে আবার চোখে পড়ছে পথচারীদের চলাচল। জমে উঠেছে বাওছাংলু সান্ধ্যকালীন বাজারের বেচাকেনা। ফুড স্ট্রিটগুলোতে ক্রেতাদের ভিড়। লিয়াংতাও স্ট্রিটে রন্ধনশিল্পীরা ব্যস্ত খাবার তৈরিতে। শপিং মলগুলোতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা।

শহরটির মধ্য দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে। একটি ইয়াংজি নদী অন্যটি হান নদী। ইয়াংজি নদীতে ফেরি চলাচল করছে আগের মতো। হান নদীতেও দেখা মিলছে নৌযানের।

নগরজীবনের ব্যস্ততা দেখে বোঝা যায় দুঃস্বপ্নের দিন কাটিয়ে উঠে পুরনো রূপে ফিরেছে উহান।

শান্তা/সাজিদ

তথ্য ও ছবি: চায়না ডেইলি