চলতি বছর স্থিতিশীল থাকবে চীনের মূল্যস্ফীতি
2023-03-03 17:41:36

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালে চীনের মূল্যস্ফীতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার চীনের ব্যাংকিংখাত নিয়ন্ত্রণকারী পিপলস ব্যাংক অব চায়নার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

এক সংবাদ সম্মেলনে চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ই ক্যাং জানান, মুদ্রানীতি এমন ভাবে করা হয়েছে যেন অর্থনীতি স্থিতিশীল থাকে। তিনি জানান চলতি বছর চীনের সুদের হার নির্দিষ্ট হারে সীমাবদ্ধ থাকবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকবে।

 

আমদানি-রফতানির তুলনায় চীনের রিজার্ভ এখনো কার্যকর সীমার মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ মেয়াদী তারল্য ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এ সময় তিনি বলেন, পণ্যের মূল্য স্থিতিশীল রাখার উপর ভিত্তি করেই মুদ্রামানের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হয়।

 

যথাসময়ে মুদ্রানীতি আবারো সমন্বয় করা হবে জানিয়ে ব্যাংকটির ডেপুটি গভর্নর লিউ কুওছিয়াং এ সময় জানান, ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত মূল্যস্ফীতি একই থাকবে এবং সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার মতো অবস্থা আছে।

 

সাজিদ/ শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন