ইউক্রেন ইস্যুতে সংলাপ ও শান্তির জন্য কাজ করছে চীন: চীনা মুখপাত্র
2023-02-27 19:58:35

ফেব্রুয়ারি ২৭: ইউক্রেন ইস্যুতে সংলাপ ও শান্তির জন্য কাজ করে আসছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।


চীন রাশিয়াকে অস্ত্র-সহায়তা দেবে মর্মে প্রচারিত মার্কিন মিথ্যা অভিযোগ সম্পর্কে মুখপাত্র বলেন, চীন বরাবরই ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল ও এখনও আছে। আর, চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে কথা বলার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। এক্ষেত্রে মার্কিন হুমকি ও চাপ অগ্রহণযোগ্য। 


মাও নিং আরও বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রই মারাত্মক অস্ত্র সরবরাহ করে আসছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে স্বাক্ষরিত তিনটি যৌথ ঘোষণা উপেক্ষা করে তাইওয়ানে উন্নত ধরনের অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের উচিত তার আসল উদ্দেশ্য সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করা।  

(আকাশ/আলিম/ফেইফেই)