বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিন কাংয়ের ফোনালাপ
2023-02-25 19:21:58

ফেব্রুয়ারি ২৫: গতকাল (শনিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই আলেইনিকের সঙ্গে এক ফোনালাপে মিলিত হন।

ফোনালাপে ছিন কাং বলেন, তাঁর দেশ বেলারুশের সাথে বিভিন্ন খাতে বিনিময় বাড়াতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও ফলপ্রসূ করতে কাজ করে যাবে। বেলারুশের উন্নয়নের প্রচেষ্টাকেও চীন সমর্থন দিয়ে যাবে।

ইউক্রেন সংকট বিষয়ে ছিন কাং বলেন, চীন বরাবরই শান্তির পক্ষের শক্তি। সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য চীন কাজ করে যাবে। 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সংযম বজায় রাখা, সমস্যার আরও অবনতি ঠেকাতে চেষ্টা করা, রুশ-ইউক্রেন সংলাপ পুনরুদ্ধারে কাজ করা, এবং সকল পক্ষের উদ্বেগকে বিবেচনায় নেওয়া। পাশাপাশি, ইউরোপে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই নিরাপত্তা-কাঠামো গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জবাবে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থানকে তাঁর দেশ পুরোপুরি সমর্থন করে। চীনের সংশ্লিষ্ট প্রস্তাব অনেক তাত্পর্যপূর্ণ। (আকাশ/আলিম/ফেইফেই)