রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের পথ বন্ধ করা যাবে না: চীনা প্রতিনিধি
2023-02-24 17:29:42

ফেব্রুয়ারি ২৪: পরিস্থিতি কঠিন হলেও রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের পথ বন্ধ করা যাবে না। দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করা জরুরি। অস্ত্র পাঠিয়ে শান্তি ডেকে আনা যাবে না। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ সম্মেলনে ইউক্রেন-বিষয়ক জরুরি অধিবেশনে এসব কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাই বিং।

তাই বিং বলেন, বৈঠকই হলো ইউক্রেন সংকট মোকাবিলার একমাত্র উপায়। সংকটের শুরুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছিল এবং তাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। দুঃখজনক হলো, শান্তিবৈঠক স্থগিত হয়ে যায়। অভিজ্ঞতা থেকে জানা যায়, সংকট যত গুরুতর হোক-না-কেন, শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। রাশিয়া ও ইউক্রেন যত দ্রুত সম্ভব প্রত্যক্ষ বৈঠক পুনরুদ্ধারে সমর্থন করে। যাতে সংকট থেকে বেরিয়ে আসা এবং শান্তি পুনর্গঠনের জন্য একটি সুযোগ বের করা যায়।

 

তাই বিং আরও বলেন, চীন আবারও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম বজায় রাখার আহ্বান জানায়। তাদের উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে বেসামরিক মানুষ ও ব্যবস্থাপনার ওপর হামলা এড়ানো এবং নারী ও শিশুদের রক্ষা করার পাশাপাশি যুদ্ধবন্দীদের মৌলিক অধিকার রক্ষা করা।

(রুবি/তৌহিদ/লাবণ্য)