সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়াবে
2023-02-23 14:13:59

ফেব্রুয়ারি ২৩: সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ের নেতা গতকাল (মঙ্গলবার) স্টকহোমে বৈঠক করেছেন। তাঁরা যৌথভাবে নিরাপত্তা, কূটনীতি ও প্রতিরক্ষা নীতি নিয়ে আলোচনা করেছেন এবং যৌথ ঘোষণা প্রকাশ করেছেন।  ঘোষণায় বলা হয় ৩টি দেশ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সহযোগিতা জোরদার করবে।

ঘোষণায় বলা হয়, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ে উত্তর ইউরোপের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে। আগামী কয়েক বছরে ৩টি দেশ মহড়ার সহযোগিতা গভীরতর করবে এবং উত্তর ইউরোপের অন্যান্য দেশ, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে প্রতিরক্ষা সহযোগিতা করবে।

৩টি দেশের উত্তরাঞ্চলে অবস্থান এবং সবুজ রূপান্তর, মহাকাশ, রেয়ার-আর্থ ধাতু উত্তোলন ইত্যাদি খাতে উত্তরাঞ্চলে সহযোগিতার বিপুল সুযোগ রয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

(তুহিনা/তৌহিদ/রুবি)