বৈশ্বিক নিরাপত্তা গঠনের জন্য বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা উচিত: ওয়াং ই
2023-02-19 17:16:26

ফেব্রুয়ারি ১৯: বৈশ্বিক নিরাপত্তা গঠনের জন্য বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা উচিত। গতকাল (শনিবার) চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র-বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই ‘৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ এ কথা বলেছেন।

ওয়াং ই বলেন, অপরাজনীতি ও আধিপাত্যবাদ বিশ্ব শান্তি নষ্ট করে, যা বর্তমানে আন্তর্জাতিক শান্তির বৃহত্তম হুমকি। যে কোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা- আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতির লঙ্ঘন। তাইওয়ান বিষয়ে ‘এক চীন নীতি’ লঙ্ঘন করে এবং কথিত ‘এক চীন, এক তাইওয়ান’ বা ‘দুটি চীনের’ ধারণা তৈরি করা- চীনের ভূখণ্ডের অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। এতে তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও স্থিতিশীলতায় হুমকি তৈরি হয়।

ওয়াং ই আরও বলেন, আমাদের উচিত বৈঠক ও সংলাপের মাধ্যমে মতভেদ দূর করা। দেশে দেশে সংঘর্ষ ও দ্বন্দ্ব থাকলেও অন্যকে অপমান করা এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা বৃহত্তর চেতনার পরিপন্থী ও ক্ষতিকর। তাই যে কোনো কঠিন বিষয়ে সংলাপ ও বৈঠকই একমাত্র পথ। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার ধারনা ঘটনার প্রকৃত অবস্থা অনুযায়ী আন্তর্জাতিক ইস্যুতে গঠনমূলক ভূমিকা পালন করেছে।

 

ওয়াং ই আরও বলেন, আমাদেরকে জাতিসংঘ সনদ ও নীতি মানতে হবে। বর্তমানে বিভিন্ন পক্ষের উচিত নিজ দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার চিন্তা বাদ দিয়ে- জাতিসংঘ সনদ ও নীতি মেনে চলা। সব পক্ষকে স্নায়ুযুদ্ধের চিন্তাধারার বিরোধিতা করতে হবে। পাশাপাশি, উন্নয়নের ওপরও নজর রাখতে হবে। জাতিসংঘের ২০৩০ এজেন্ডার টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে এবং ব্যাপক উন্নয়নশীল দেশের উন্নয়নের অধিকার রক্ষা করতে হবে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)