চীনের একাধিক বেসরকারি উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে
2023-02-09 19:24:45

ফেব্রুয়ারি ৯: তুরস্কের ভয়াবহ ভূমিকম্প কবলিত অঞ্চলের মানুষকে সাহায্য করার জন্য চীনের একাধিক বেসরকারি উদ্ধারকারী দল দ্রুত সরঞ্জাম ও সামগ্রী নিয়ে তুরস্কে গিয়ে উদ্ধার কাজ শুরু করবে। এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত, চীনের ব্লু স্কাই রেসকিউ টিম ও রাম ইউনিয়ন রেসকিউ টিম ভূমিকম্প কবলিত অঞ্চলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে।


রাম ইউনিয়ন রেসকিউ টিমে মোট ৭জন সদস্য রয়েছে। তারা জীবন সনাক্তকরণ যন্ত্রসহ নানা সরঞ্জাম নিয়ে ইতোমধ্যে দুর্যোগ-কবলিত অঞ্চলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।


ব্লু স্কাই রেসকিউ টিমে ১৩০জন সদস্য রয়ছে। তারা আজ (বৃহস্পতিবার) ইতোমধ্যে তুরস্কের মালাতিয়া পৌঁছেছে। মালাতিয়া হলো তুরস্কে ভূমিকম্প প্রভাবিত গুরুতর এলাকা। রেসকিউ টিমটি ওই অঞ্চলে পৌঁছানো প্রথম আন্তর্জাতিক উদ্ধারকারী দল।


সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত চীনের ১০টি বেসরকারি উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছেছে বা যাচ্ছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)