চীনা ত্রাণদল তুরস্কে উদ্ধারকাজ শুরু করবে
2023-02-09 11:00:14

ফেব্রুয়ারি ৯: দশ ঘণ্টার বেশি সময় ফ্লাইটের পর চীন সরকারের পাঠানো চীনা ত্রাণদলের ৮২জন সদস্য গতকাল (বুধবার) ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার বিমানবন্দরে পৌঁছেছে। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা জানান।

তিনি আরো জানান, ত্রাণদল ২০ টনের বেশি উদ্ধার, টেলিযোগাযোগ, চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম নিয়ে আন্তর্জাতিক উদ্ধারকাজ চালাবে। এ ছাড়া, চীনের বেশ কয়েকটি সামাজিক ও জন কল্যাণমূলক উদ্ধারদল দুর্গত অঞ্চলে যাচ্ছে। তুরস্কের চাহিদা অনুযায়ী, চীন অব্যাহতভাবে যথাসাধ্য সহায়তা দেবে।

(প্রেমা/তৌহিদ/রুবি)