তিব্বতের বৈদেশিক বাণিজ্য ১৪.৬ শতাংশ বেড়েছে
2023-02-02 17:24:35

ফেব্রুয়ারি ২: লাসা কাস্টমসের পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বৈদেশিক বাণিজ্যে আমদানি ও রপ্তানির মোট মূল্য ছিল ৪.৬০১ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ১৪.৬ শতাংশ বেশি।

গেল বছর তিব্বত রপ্তানি করে ৪.৩০৯ বিলিয়ন ইউয়ানের পণ্য এবং আমদানি করে ২৯২ মিলিয়ন ইউয়ানের পণ্য। এক্ষেত্রে তিব্বতের বাণিজ্যউদ্বৃত্ত ছিল ৪.০১৭ বিলিয়ন ইউয়ান।

  একই সময়ে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ব্যক্তিগত উদ্যোগগুলোর আমদানি ও রপ্তানি ছিল ৪.৪৯ বিলিয়ন ইউয়ান। আর সাধারণ বাণিজ্যে আমদানি ও রপ্তানি ছিল ৩.০৮৩ বিলিয়ন ইউয়ান। প্রধান বাণিজ্যিক অংশীদারদের আমদানি-রপ্তানি মূলত স্থিতিশীল ছিল। নেপালে তিব্বতের আমদানি ও রপ্তানি ছিল ১.৫৬৩ বিলিয়ন ইউয়ান।

 (ইয়াং/আলিম/ছাই)