গেল বছর চীনের বৈদেশিক বাণিজ্যে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে: চীনা উপ-বাণিজ্যমন্ত্রী
2023-02-02 18:58:08

ফেব্রুয়ারি ২: চীনের উপ-বাণিজ্যমন্ত্রী কুও থিং থিং বলেছেন, ২০২২ সালে চীনের বৈদেশিক বাণিজ্যে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ বছর দেশের আমদানি-রপ্তানির মোট মূল্য ৪২.১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়, যা আগের বছরের চেয়ে ৭.৭ শতাংশ বেশি। আজ (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি সিং ছিয়ান বলেন, বৈদেশিক বাণিজ্য অভ্যন্তরীণ অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জিডিপি’র প্রবৃদ্ধিতে ১৭.১ শতাংশ অবদান বৈদেশিক বাণিজ্যের।

তিনি বলেন, চীনের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কারণে ২০২২ সালে উত্পাদন ও রপ্তানি স্থিতিশীল ছিল এবং বৈশ্বিক শিল্প-চেইন ও সরবরাহ-চেইনও ছিল স্থিতিশীল। গেল বছর চীন বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আমদানি করেছে ২.৬৯ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, যা বিশ্বের আর্থ-বাণিজ্যিক উন্নয়নে চীনের অবদান।

লি সিং ছিয়ান আরও বলেন, ২০২৩ সালে বৈদেশিক বাণিজ্যের আকার বাড়াতে ও অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও কাজ করতে হবে। (রুবি/আলিম/শিশির)