ভয়াবহ ঋণ সংকট ও মন্দার ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্র
2023-01-30 11:02:15

জানুয়ারি ৩০: রোববার মার্কিন ক্যাপিটল হিল পত্রিকা জানায়, মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এক সাক্ষাত্কারে বলেছেন, মার্কিন আইন প্রণয়নকারীরা দেশের ঋণের সর্বোচ্চ সীমা না-বাড়ালে ভয়াবহ ঋণ সংকট ও গুরুতর অর্থনৈতিক মন্দায় পড়বে।

জানা গেছে, জানুয়ারি মাসের শুরুতে মার্কিন সরকারের ঋণের সীমা ৩১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে; যা দেশের ঋণের সর্বোচ্চ সীমা। আগামী জুন মাসে ফেডারেল সরকারকে এসব ঋণ পরিশোধ করতে হবে। এর আগে আইন প্রণয়নকারীরা মার্কিন সরকারের ঋণের সর্বোচ্চ সীমা বৃদ্ধি না করলে মার্কিন সরকার নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে ঝামেলায় পড়বে বলে উল্লেখ করা হয়। তবে দুটি রাজনৈতিক দলের ঋণের সর্বোচ্চসীমার বিষয়ে মতভেদ রয়েছে। হোয়াইট হাউস আর ড্যামোক্র্যাটিক পার্টি দ্রুত ঋণের সর্বোচ্চ সীমা বাড়াতে চায়। তবে রিপাবলিকান পার্টি ঋণের সর্বোচ্চ সীমা বৃদ্ধির আগে সরকারের খরচ কমানোর দাবি জানায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)