বসন্ত উত্সব চলাকালে চীনে খুচরা বিক্রি বেড়েছে; ক্যাটারিং শিল্প ছিল চাঙ্গা
2023-01-30 18:37:48

জানুয়ারি ৩০: এবারের বসন্ত উত্সব চলাকালে দেশব্যাপী খুচরা বিক্রি বেড়েছে গত বছরের একই সময়ের চেয়ে ৬.৮ শতাংশ বেশি। ক্যাটারিং শিল্পেও বজায় ছিল চাঙ্গাভাব। আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভোগ প্রচার বিভাগের কর্মকর্তা কেং হোং চৌ।

তিনি বলেন, এবার ভোগ বাড়ানোর জন্য বিভিন্ন বৈচিত্র্যময় কার্যক্রম হাতে নেওয়া হয়। বেইজিংয়ে তুষার ও বরফ দিবসসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়; শাংহাই-এ স্থানীয় স্টাইলে নববর্ষকে স্বাগত জানাতে থিম-যুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়; হেইলোংচিয়াং, চেচিয়াং ও সিছুয়ানসহ বিভিন্ন জায়গায় বসন্ত উত্সব উপলক্ষ্যে বিভিন্ন কুপন বিতরণ করা হয়; থিয়ানচিন, চিয়াংসু ও কুইচৌসহ নানা জায়গায় নববর্ষের পণ্যমেলার আয়োজন করা হয়। এবার বসন্ত উত্সবের সময় বিভিন্ন যানবাহনে যাত্রীসংখ্যাও ছিল গত বছরে অনুরূপ সময়ের চেয়ে ৬২.২ শতাংশ বেশি। (লিলি/আলিম/রুবি)