সিরিয়ায় মানবিক সহায়তা সম্প্রসারণ প্রস্তাবের পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে চীন
2023-01-27 17:56:16

জানুয়ারি ২৭: বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় রাজনৈতিক ও মানবিক ইস্যুতে এক উন্মুক্ত বৈঠক করে। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই পিং এতে বক্তৃতা দেন। তিনি সিরিয়ার আন্তর্জাতিক মানবিক সহায়তার অনুমোদনের মেয়াদ বাড়ানো-সংক্রান্ত নিরাপত্তা পরিষদের প্রস্তাবটির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান।

তাই পিং বলেন, জানুয়ারির শুরুতে নিরাপত্তা পরিষদে সিরিয়ার আন্তর্জাতিক মানবিক সহায়তার অনুমোদন বৃদ্ধি-সংক্রান্ত ২৬৭২নংপ্রস্তাবটি গৃহীত হয়।

তাই পিং উল্লেখ করেন, একতরফা নিষেধাজ্ঞা সিরিয়ায় মানবিক সংকট বাড়িয়েছে। চীন সংশ্লিষ্ট দেশগুলোকে সিরিয়ার বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানায়।

 

তিনি বলেন, সিরিয়ায় বর্তমান পরিস্থিতি অনেক জটিল। আন্তর্জাতিক সমাজের উচিত- আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ঐক্যবদ্ধভাবে সিরিয়ার সব সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা এবং রাজনৈতিক শোষণ বন্ধ করা।

 (ইয়াং/তৌহিদ/ছাই)